ঝিলংজা রহমতপুরে ব্যবসায়ী নিজাম উদ্দিনের উপর হামলা

ঝিলংজা রহমতপুরে ব্যবসায়ী নিজাম উদ্দিনের উপর হামলা
ঝিলংজা রহমতপুরে ব্যবসায়ী নিজাম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা বার্তা পরিবেশক চাঁদা না পেয়ে ব্যবসায়ী নিজাম উদ্দিন ( ৪৬) নামের এক ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকাল ১১ টার দিকে ১ নং ওয়ার্ডের রহমতপুর ( জেল গেইট সংলগ্ন) এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার জনের নাম উল্লেখ করে আর-ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে সদর মডেল থানায় একটি এজাহার দায়েন করেন ব্যবসায়ী নিজাম উদ্দিন। তিনি ব্যবসার পাশাপাশি রহমতপুর আদর্শ সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন। অভিযুক্তরা হলেন, নুরুল আলমের ছেলে আবুল কাসেম (২৮), আবু তাহের (২৫), মাওলানা নুরুল ইসলামের ছেলে হাসনাত প্রকাশ আবদুল হাসনাত (৩৭), শাহ আলমের ছেলে নুরুল আবছার (২৬) ও মনজুর আলমের ছেলে বাপ্পী। সর্ব সাং-রহমতপুর, ১নং ওয়ার্ড, (জেল গেইট সংলগ্ন), ঝিলংজা ইউপি, সদর কক্সবাজার। এজাহার থেকে জানা যায়, সকালে নেজাম উদ্দিন তার ছেলে তানভীর আল মাহমুদ (২০)কে নিয়ে বাড়ীর পার্শ্বে তার মালিকানাধীন জায়গায় ফলজ গাছ লাগাতে যায়। সেখান থেকে বাড়িতে ফেরার পথে আগে থেকে উৎপেতে থাকা অভিযুক্ত আবুল কাসেমের নেতৃত্বে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। সন্ত্রাসীদের হাতে থাকা ধারালো দা লাঠি দিয়ে প্রথমে তার এস এস পরীক্ষার্থী ছেলে তাভীরের পিঠে ও পায়ে আঘাত করে। তানভিরকে বাঁচাতে তার বাবা নিজাম উদ্দিন এগিয়ে আসলে তার ডান হাতে লাঠি দিয়ে আঘাত করে। তাঁদের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আসামিদের অনেকের বিরুদ্ধে ফৌজদারী একাধিক মামলা রয়েছে বলে জানা যায়। নেজাম উদ্দিন বলেন, 'আসামীদের বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে আমি প্রতিবাদ করে আসছি। সমাজের সচেতন লোকজন নিয়ে তাঁদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে দাঁড়ায়। বিভিন্ন সময় আমার কাছে টাকাও চেয়েছিল। কিন্তু কোনভাবেই তাঁদের কাজকর্মে আমি সারা দিইনি। এতে আমার উপর ক্ষুব্ধ। এতে আমি তাঁদের টার্গেট হই। এর আগেও তারা বিভিন্ন সময় আমার উপর হামলা করতে চেয়েছিল। ঘটনার দিন লাঠির আঘাতে মাটিতে লুটে পড়লে আবুল কাসেম আমার পকেটে থাকা ১০ হাজার টাকা নিয়ে নেয়। আমার পিতা, আমার স্ত্রী ও এলাকাবাসী আমাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.